মোঃ নাছির আহমেদ ভ্রাম্যমাণ প্রতিনিধি:
মুজিব শতবর্ষ উপলক্ষে মৌলভীবাজার জেলার চায়ের রাজধানী হিসেবে পরিচিত শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের মাইজদিহি এলাকায় দ্বিতীয় ধাপে ভূমি ও গৃহহীন আরো ১৬০টি পরিবার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ২০শে জুন এই নতুন ঘরগুলো উদ্বোধন করেন।
আর এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সংসদের সাবেক চিফ হুইপ ও মৌলভীবাজার-৪ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ। আরো উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান ও মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোঃ জাকারিয়া ও প্রশাসনে কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধিরা, আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল কর্মকর্তা ও নেতারা। এর আগে প্রথম ধাপে এ উপজেলার ১০০জন গৃহহীন পরিবারকে নতুন ঘর দেওয়া হয়েছিল। এ বিষয়ে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন থেকে জানা যায় যে , আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় দ্বিতীয় ধাপে উপজেলার কালপুর ইউনিয়নে মাইজদিহি পাহারে ২০ একর সরকারি জায়গায় ১৬০টি ঘর নির্মাণ করা হয়েছে।