বগুড়া স্টাফ রিপোরার্টার মিলন
আমারা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, বাংলাদেশ আনসার বাহিনী একটি সিকিউরিটি বাহিনী তা বাংলাদেশের অধিকাংশ মানুষের ধারনা।এর প্রধান কারন আপনাদের আদেশ মোতাবেক নির্বাচন দুর্গা পূজা ডিউটিতে সাধারন আনসার পরিহীত ট্রেনিং বিহীন গ্রাম থেকে ছেলে মেয়েদের ধরে নিয়ে পোশাক পরিধান করিয়ে ডিউটিতে প্রদান করা।যাদের আনসার বাহিনী সম্পর্কে কোনো প্রকার ধারনাই নেই।নেই পোশাকের ও কোনো শৃঙ্খলা।
প্রয়োজনে নির্বাচন দুর্গা পূজা ডিউটি করানোর জন্য কোনো ইউনিয়ন আনসার কমান্ডার ও ভিডিপি সাধারণ আনসার থেকে,আনসারদের নিয়ে ডিউটি পরিচালনা করাতে পারে।অথবা গ্রাম থেকে যদিও নিবেন তাদের তো সরকার নির্ধারিত ভিডিপি পোশাক রয়েছে, তার পরও কেনো সাধারন আনসারদের অবহেলার মুখে ফেলে দেন।
অতএব বিনয়ের সাথে আবেদন আপনাদের কার্যক্রমের কিছু বিষয় বিবেচনা করে দেখে, আমাদের মান অক্ষুন্ন করবেন না।
বিনীত নিবেদক
বাংলাদেশ ইউনিয়ন আনসার প্লাটন কমান্ডার মিলন মিয়া বগুড়া,সারিয়াকান্দি