মোঃ রাজন ইসলাম স্টাফ রিপোর্টার
১৫/৮/২০২৩ ইং রোজ মোঙ্গলবার আমি মোঃ ওমর আলী (২৮), পিতাঃ মৃত মজিব, স্থায়ী ঠিকানাঃ গ্রাম: কাজলা-বিলপাড়া, থানা: মতিহার, মহানগর, রাজশাহী। অন্য ১৫/০৮/২৩ইং তারিখ বিকাল আনু: ৩.০০ ঘটিকার সময় বিবাদী ১) মোঃ জসিম (২৮) পিতা: মোঃ রানা, সাং- কাজলা- বিলপাড়া, মতিহার, মহানগর, রাজশাহী আমার বাসায় এসে পূর্ব শত্রুতার জের ধরে আমার সহিত খারাপ আচরন করে। বিবাদীর হাতে লাঠি সোটা ছিল যা নিয়ে আমাকে মারধর করে, বুকের কলার চেপে ধরে এবং বিতর্কের এক পর্যায়ে তার কাছে থাকা চাকু বের করে আমাকে মারতে আসে। আমি প্রতিহত করতে গেলে আমার শরীরের চোখে, গলায় এবং পেটে জখম করে। এক পর্যায়ে তার চাকু দিয়ে প্রাণ নাশের উদ্দেশ্যে আমার পেটে চাকু মারে যার ফলে আমি আহত ও জখম হই। মতিহার থানায় কল দিলে থানা হতে পুলিশ আসলে বিবাদী পালিয়ে যায়। চলে যাওয়ার সময় থানায় মামলা করলে আমার ও আমার পরিবারের সদস্যদের ক্ষতি করার হুমকি ধামকি আভীতি প্রসান করে। প্রত্যক্ষদর্শীরা আমাকে আহত অবস্থায় রাজশাহী মেডিকেল হাসপাতালে। ভর্তি করে এবং ডাক্তার চিকিৎসা শেষে বাসায় যাওয়ার অনুমতি প্রদান করে। বর্তমানে আমি আমার পরিবারকে নিয়ে ভয় ও সংকায় দিনানিপাত করিতেছি। বিষয়টির স্বাক্ষী হিসেবে ১) মোসাঃ কাজল (২৪) পিতা: মৃত হুদা, ২) মোসাঃ মুন্নি (৩৫) পিতা: মৃত মুজিব, ৩) মোঃ কিসমত আলী (৩৫) পিতা: অজ্ঞাত, সর্বসাং- কাজলা, মতিহার, মহানগর, রাজশাহীসহ আরো অনেকে অবগত আছেন। আমি আমার জীবনের নিরাপত্তার খাতিরে অসহায় হয়ে কোন অবস্থা না পেয়ে আপনার কাছে স্বরনাপন্ন হয়েছি।
অতএব, উপরোক্ত বিষয়টি তদন্ত পূর্বক আমার অভিযোগটি গ্রহন করত। আইনগত ব্যবস্থা নিতে জনাবের একান্ত মর্জি হয়।