মহসিন মিজবাহ
সালথা (ফরিদপুর)
সারা বাংলাদেশের সাথে মিল রেখে ফরিদপুরের সালথা উপজেলাতে নারী ও শিশু নির্যাতন এবং মাদক বিরোধী বিট পুলিশিং কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। সালথা থানা পুলিশের আয়োজনে আজ (১৭ অক্টোবর) বেলা ১০ টায় সারা দেশের সাথে মিল রেখে উপজেলার ৮ টি ইউনিয়নে এই বিট পুলিশিং কার্যক্রম অনুষ্ঠিত হয়।
উপজেলার ৮টি ইউনয়নে সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মাদ আলী জিন্নাহ এবং ওসি তদন্ত সুব্রত গোলদারসহ পর্যায়ক্রমে ১জন এস আই ও ১ জন এএসআই প্রতি ইউনিয়নে উপস্থিত হয়ে এই কার্যক্রম পরিচালনা করা হয়। উপজেলার যদুনন্দী ইউনিয়নে এসময় উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নের চেয়ারম্যান আবুল খায়ের মুন্সি, সালথা থানার এসআই মোঃ সহিদুল ইসলাম, এএসআই মোবারক হোসেন, অত্র ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আঃ রব মোল্যা, অত্র ইউনিয়নের সদস্য ও মহিলা সদস্য এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। প্রতিটি ইউনিয়নেই জনপ্রতিনিধি, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, গ্রাম পুলিশ ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মাদ আলী জিন্নাহ বলেন, আপনাদের যে কোনো সমস্যার জন্য সবসময় আপনাদের পাশে থাকতে চাই। মাদকের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে। আমরা সে আলোকেই কাজ করে যাচ্ছি। আমরা মানবিক পুলিশ হতে চাই। আপনাদের এলাকায় নারী ও শিশু নির্যাতনসহ যে কোনো অপরাধ সংঘটিত হলে আমাদেরকে অবগত করে সহযোগিতা করবেন। সালথা থানা পুলিশ অপরাধ নিয়ন্ত্রনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
মহসিন মিজবাহ
সালথা ফরিদপুর