মোঃ সাদ্দাম হোসাইন সোহান , ফরিদপুর ঃ স্বর্নিভরতায় হস্তশিল্প” এই শ্লোগান কে সামনে রেখে পল্লী মানব কল্যাণ সংস্থার ( পি এম এস ) উদ্দগ্যে কোয়ানটাম লিপ এর সার্বিক ব্যবস্থাপনায় গত ৮ ই অক্টোবর আদাবরস্থ মেজবানি খানা রেস্টুরেন্টে আয়োজন করা হয় দিনব্যপি কর্মশালা । কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে সংস্থার চেয়ারম্যান অ্যাডভোকেট রইচ উদ্দীন বলেন , নারী ক্ষমতায়ণ , বেকারত্ব দূরীকরণ এবং স্বর্নিভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে পল্লী মানব কল্যাণ সংস্থা কাজ করে যাচ্ছে । আজকের কর্মশালা তারই অংশ বিশেষ । কর্মশালায় ম্যাক্রেমি শিকা তৈরির প্রশিক্ষণ দেন নয়নতারার প্রোপ্রাইটর জারিন সুবাহ জুঁই । কর্মশালায় স্পন্সর হিসেবে শরিক থাকেন চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি খানা রেস্টুরেন্টে । স্বাস্থ্যবিধি মেনে কর্মশালায় অংশগ্রহণ করায় সকলকে ধন্যবাদ জানিয়ে কর্মশালা শেষ করা হয় ।