শাহানাজ পারভীনঃ চট্টগ্রামঃ-বন্দর নগরী চট্টগ্রামের খুলশী থানাধীন খুলশী কলোনি মনু মিস্ত্রির বাসার ভাড়াটিয়া মোঃ জহুরুল ও জমিলা বেগম এর ছেলে মোঃ মাহি(১০) গত ১৫ মার্চ ২০২১ খ্রিস্টাব্দ তারিখে হারিয়ে যায়।
হারিয়ে যাওয়া মাহির বাবা মোঃ জহুরুল প্রতিবেদককে বলেন, ১৫ মার্চ ২০২১ খ্রিস্টাব্দ তারিখে বিকাল অনুমান ০৫.৩০ ঘটিকার সময় আমার ছেলে মোঃ মাহি (১০) কাওকে কিছু না বলে আমার বাসা থেকে আমার ব্যবহৃত একটি বাটন মোবাইল ফোন ( যার নাম্বার ০১৮৪১৩১৭০৫২ ) টি নিয়ে বের হয়। বের হওয়ার পর সন্ধ্যা থেকে রাত পর্যন্ত বাসায় ফিরে আসেনি। তারপর আমিও আমার পরিবার, আত্মীয়স্বজন সবাই মিলে অনেক খুঁজাখুঁজি করি এবং খুঁজাখুঁজি করে না পেয়ে স্ব শরীরে খুলশী থানায় গিয়ে ১৬ মার্চ ২০২১ খ্রিস্টাব্দ তারিখে জিডি নং ৯০৯, করি।
জিডি মতে মাহির বিবরণঃ- গঠন – পাতলা, রং- শ্যামলা, উচ্চতা- ৩’৬”, পড়নে- হাফ গেঞ্জি ও ফুল প্যান্ট, চুল- ছোট, তৃতীয় শ্রেণীতে পড়ে।
শিশু মাহির কেউ সন্ধান পেয়ে থাকলে নিম্নলিখিত ফোন নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইলঃ- মোঃ জহুরুল – ০১৬৪৪০৮১৯৯৬, ০১৯৪৬৭৪৩২৭৩, জমিলা বেগম – ০১৯৮৬৫২৪৮৮৬।
নিখোঁজ মাহি (১০) এর মা জমিলা বেগম কান্না জাড়িত কণ্ঠে প্রতিবেদককে বলেন, আমাদের কোন শত্রু নেই, আমাদের কারোই সাথে কোন ঝগড়াঝাটি হয়নি, আমরা গরীব মানুষ, আমি গার্মেন্টসে চাকরি করি, ছেলের বাবা ঝালমুড়ি বিক্রি করে জীবিকা নির্বাহ করি। আমার একটি মাত্র ছেলে। নিখোঁজ শিশু মাহির মা ছেলে উদ্ধারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন।
বাংলাদেশ আওয়ামী যুব স্বেচ্ছাসেবক লীগ চট্টগ্রাম জেলা কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক, অপরাধ বিশ্লেষক ডাঃ দিবাকর চন্দ্র দাস বলেন, হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়া শিশুদের দ্রুত উদ্ধার করতে না পারলে পাচার হওয়ার সম্ভাবনা বেশি থাকে। শিশু ও নারী পাচারকারীরা সংখ্যায় এখন অনেক। তাই মাহি (১০) কে উদ্ধারে আইন শৃংখলা বাহিনীকে আন্তরিকতার সহিত দায়িত্ব পালন করার জন্য আহবান জানান।
নিখোঁজ মোঃ মাহি (১০) বিষয়ে তদন্ত অফিসার আবুল হাসনাত প্রতিবেদককে মুঠোফোনে বলেন, মাহির সাথে একটা মোবাইল ফোন ছিল, মোবাইল ফোন এখন বন্ধ আছে, মোবাইল ফোন এর লাস্ট লোকেশন সাউদার্ন বিশ্ববিদ্যালয় দেখিয়েছে, আমরা অনেক খোজাখুজি করেছি এবং এখনো তদন্ত অব্যাহত আছে। আশাকরি অতি শীগ্রই মাহির সন্ধান পাব ইনশাআল্লাহ।