1. clients@www.dainikbangladesh71sangbad.com : DainikBangladesh71Sangbad :
  2. frilixgroup@gmail.com : Frilix Group : Frilix Group
  3. kaziaslam1990@gmail.com : Kazi Aslam : Kazi Aslam
বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ১০:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
জরুরী নিয়োগ চলছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক বাংলাদেশ ৭১ সংবাদ দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে। সাংবাদিকতা সবার স্বপ্ন, আর সেই স্বপ্ন পূরণ করতে আপনাদেরকে সুযোগ করে দিচ্ছে দৈনিক বাংলাদেশ ৭১ সংবাদ দেখিয়ে দিন সাহসীকতার পরিচয়, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সাংবাদিকতার বিকল্প নেই। আপনার আশপাশের ঘটনা তুলে দরুন সবার সামনে।হয়ে উঠুন আপনিও সৎ, সাহসী সাংবাদিক। দৈনিক বাংলাদেশ ৭১ সংবাদ পোর্টাল নিয়োগ এর নিদের্শনাবলী: ১/জীবন বৃত্তান্ত ( cv) ২/জাতীয় পরিচয় পত্রের ফটোকপি। ৩/সদ্যতোলা পাসপোর্ট সাইজের ছবি ১কপি। ৪/সর্বনিম্ন এইচএসসি পাস/সমমান পাস হতে হবে। ৫/বিভিন্ন নেশা মুক্ত হতে হবে। ৬/নতুনদের অগ্রাধিকার দেওয়া হবে। ৭/স্মার্টফোন ও ইন্টারনেট সংযোগ থাকতে হবে। ৮/স্মার্টফোন ব্যবহারে পারদর্শী হতে হবে। ৯/দ্রুত মোবাইলে টাইপ করার দক্ষতা থাকতে হবে। ১০/বিভিন্ন স্থানে ভ্রমন এর মানসিকতা থাকতে হবে। ১১/সৎ ও পরিশ্রমী হতে হবে। ১২/অভিজ্ঞতার প্রয়োজন নেই। ১৩/নারী-পুরুষ আবেদন করতে পারবেন। ১৪/রক্তের গ্রুপ যুক্ত করবেন। ১৫/স্থানীয় দের সাথে পরিচয় লাভ করতে হবে। ১৬/উপস্থিত বুদ্ধি, সঠিক বাংলা বানান, ও শুদ্ধ বাংলায় পারদর্শী হতে হবে। ১৭/ পরিশ্রমী হতে হবে যোগাযোগের জন্য ইনবক্সে মেসেজ করুন cv abuyousufm52@gmail.com দৈনিক বাংলাদেশ ৭১সংবাদ মোবাইল নং(01715038718)

৩ শতাধিক মানুষের ফ্রি রক্তের গ্রুপ নির্নয় করেছে স্বপ্নসারথীঃ বাংলাদেশ ৭১ সংবাদ।

Reporter Name
  • প্রকাশিত: রবিবার, ২৭ জুন, ২০২১
  • ১৬৪ বার পড়া হয়েছে

শাহানাজ পারভীনঃ চট্টগ্রামঃ- আজ ২৬ জুন শনিবার ২০২১ইং সকাল ১০ ঘটিকা থেকে দুপুর ২ ঘটিকা পর্যন্ত সীতাকুণ্ড স্বপ্নসারথী নামে সদ্য আত্নপ্রকাশকৃত সামাজিক সংগঠন এর আয়োজনে ফ্রি রক্তের গ্রুপ নির্নয় ও থ্যালাসেমিয়া সংক্রান্ত গণসচেতনতামূলক কার্যক্রম সম্পন্ন করে।রক্তের গ্রুপ নির্নয়কালীণ  সহযোগীতায় ছিল জাতীয় স্বেচ্ছাসেবী সংগঠন সীতাকুণ্ড ব্লাড ডোনার্স সোসাইটি।

মহতি এই আয়োজনে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন চট্টগ্রাম উত্তর জেলা শাখার সদস্য সচিব, সিনিয়র সাংবাদিক মুহাম্মদ ইউসুফ খাঁন। উপস্হিত ছিলেন সি-প্লাস টিভির সীতাকুণ্ড প্রতিনিধি, সাংবাদিক মোঃ কামরুল ইসলাম দুলু, জনকণ্ঠ ও পূর্বেদশ এর সীতাকুন্ড প্রতিনিধি সাংবাদিক জাহেদুল আনোয়ার চৌধুরী,
ঢালিউড অভিনেতা সাজ্জাদ ভুঁইয়া, সিকিউর সিটি প্রপার্টির ম্যানেজিং ডিরেক্টর রাশেদুল হাসান, সিকিউর সিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান ইয়াসিন হান্নান, সিকিউর সিটির ভাইস চেয়ারম্যান আক্তার হোসেন মামুন,স্বপ্নসারথী সামাজিক সংগঠনের প্রধান নির্বাহী ও সীতাকুণ্ড পৌরসদর ব্যবসায়ী দোকান মালিক সমিতির ক্রীড়া সম্পাদক নাহিদ চৌধুরী, সদস্য সরোয়ার জাহান প্রিন্স, ইকরাম হোসেন তুহিন,আকবর আলী, ইকবাল হোসেন আবির, মনির হোসেন ইমন, ব্লাড ডোনার্স সোসাইটির সভাপতি নাজমুল সোহেল,  সাধারণ সম্পাদক ও বাজার কমিটির সমাজ কল্যাণ সম্পাদক কামরুল আলম, এডমিন আক্তার হোসেন এলিট, সাইফুল আহমেদ, মডারেটর ইসরাত জাহান মিমি, এসকে টিপু, সাদেক, মিশু মজুমদার,নাজিমুদ্দিন, কার্যকরী সদস্য নাজিবুর রহমান নওশাত, মোঃ সালাউদ্দিন,আরাফাত এবং আতিফ প্রমুখ।

সংগঠনটির আজকের কর্মসূচীতে সহযোগিতা করেছে স্বপ্নসারথী পৃষ্ঠপোষক, মমতাজ বেগম সদস্য, আবু কাওসার নাজিম ও জান্নাত এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী মোমেনাতুল জান্নাত, সীতাকুণ্ড ব্লাড ডোনার্স সোসাইটি ও স্বপ্নসারথী সামাজিক সংগঠনের সকল নেতৃবৃন্দগণ।

আজকের কর্মসূচীতে প্রায় ৩ শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্নয় করা হয় এবং থ্যালাসামিয়া সংক্রান্ত প্রচারনা চালায় সংগঠনটি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright © 2020 DainikBangladesh71Sangbad
Theme Designed BY Kh Raad ( Frilix Group )