1. clients@www.dainikbangladesh71sangbad.com : DainikBangladesh71Sangbad :
  2. frilixgroup@gmail.com : Frilix Group : Frilix Group
  3. kaziaslam1990@gmail.com : Kazi Aslam : Kazi Aslam
বুধবার, ২২ মে ২০২৪, ০২:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
জরুরী নিয়োগ চলছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক বাংলাদেশ ৭১ সংবাদ দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে। সাংবাদিকতা সবার স্বপ্ন, আর সেই স্বপ্ন পূরণ করতে আপনাদেরকে সুযোগ করে দিচ্ছে দৈনিক বাংলাদেশ ৭১ সংবাদ দেখিয়ে দিন সাহসীকতার পরিচয়, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সাংবাদিকতার বিকল্প নেই। আপনার আশপাশের ঘটনা তুলে দরুন সবার সামনে।হয়ে উঠুন আপনিও সৎ, সাহসী সাংবাদিক। দৈনিক বাংলাদেশ ৭১ সংবাদ পোর্টাল নিয়োগ এর নিদের্শনাবলী: ১/জীবন বৃত্তান্ত ( cv) ২/জাতীয় পরিচয় পত্রের ফটোকপি। ৩/সদ্যতোলা পাসপোর্ট সাইজের ছবি ১কপি। ৪/সর্বনিম্ন এইচএসসি পাস/সমমান পাস হতে হবে। ৫/বিভিন্ন নেশা মুক্ত হতে হবে। ৬/নতুনদের অগ্রাধিকার দেওয়া হবে। ৭/স্মার্টফোন ও ইন্টারনেট সংযোগ থাকতে হবে। ৮/স্মার্টফোন ব্যবহারে পারদর্শী হতে হবে। ৯/দ্রুত মোবাইলে টাইপ করার দক্ষতা থাকতে হবে। ১০/বিভিন্ন স্থানে ভ্রমন এর মানসিকতা থাকতে হবে। ১১/সৎ ও পরিশ্রমী হতে হবে। ১২/অভিজ্ঞতার প্রয়োজন নেই। ১৩/নারী-পুরুষ আবেদন করতে পারবেন। ১৪/রক্তের গ্রুপ যুক্ত করবেন। ১৫/স্থানীয় দের সাথে পরিচয় লাভ করতে হবে। ১৬/উপস্থিত বুদ্ধি, সঠিক বাংলা বানান, ও শুদ্ধ বাংলায় পারদর্শী হতে হবে। ১৭/ পরিশ্রমী হতে হবে যোগাযোগের জন্য ইনবক্সে মেসেজ করুন cv abuyousufm52@gmail.com দৈনিক বাংলাদেশ ৭১সংবাদ মোবাইল নং(01715038718)

জয়পুরহাটে ২ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট ও ৭১টি ব্লাংক কার্তুজসহ অবঃপ্রাপ্ত এক সেনা সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ-

Reporter Name
  • প্রকাশিত: সোমবার, ২৪ মে, ২০২১
  • ২৬১ বার পড়া হয়েছে

আঃ রাজ্জাক জয়পুরহাট জেলা প্রতিনিধি-

২ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট ও Bangladesh Ordinance Factory এর প্রস্তুতকৃত ৭১টি ব্লাংক কার্তুজসহ অবঃপ্রাপ্ত এক সেনা সদস্যকে গ্রেপ্তার করেছে জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

জয়পুরহাট জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা-পিপিএম এর দিকনির্দেশনায় ২৪ মে রাত ০২.৩০ ঘটিকায় জেলা ডিবি পুলিশের একটি চৌকশ টিম ডিবির অফিসার ইনচার্জ শাহেদ আল মামুন এর নেতৃত্বে এসআই মোঃ আমিরুল ইসলাম ও সঙ্গীয় অফিসার ফোর্সসহ জয়পুরহাট সদর থানা এলাকায় অবৈধ অস্ত্র, মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালীন গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট পৌরসভার আরামনগর এলাকার মৃত আজিম উদ্দিনের ছেলে মোঃ বকুল হোসেন সাবু(৪৮) কে আটক করে তার দেহ তল্লাশী করে তার প্যান্টের বাম পকেট থেকে ৪০০ পিচ, তার বাড়ীর স্টীলের আলমারীর ভিতর থেকে ১৬০০ পিচসহ মোট ২ হাজার পিচ নেশা জাতীয় ইয়াবা ট্যাবলেট ও উক্ত স্টীলের আলমারীর ভিতর থেকে Bangladesh Ordinance Factory এর প্রস্তুতকৃত ৭১টি ব্লাংক কার্তুজ
উদ্ধার করেছে।

এর মধ্যে তাজা কার্তুজ ৪৯টি ,মিস ফায়ার ২০টি, খালি খোসা ২টি ও কার্তুজ রাখার প্যাকেট ২ টি যাহার গায়ে 7.lank Ammo, Qty 20 rds, TO BE RETURNED TO BOF লেখা এবং বাংলাদেশ সেনাবাহিনীর লোগোযুক্ত রয়েছে।

এ সময়ে তার বাড়ি তল্লাশি করে এক সেট সেনাবাহিনীর ইউনিফর্ম ক্যাপ, বেল্ট, নেইমপ্লেটসহ ইয়াবা রাখার নীল-সাদা জিপার (বায়ুরোধক পলি প্যাক) ৪০ টি, মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহ্নত ২টি মোবাইল ফোন উদ্ধার করে জব্দ করা হয়।

জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে বাংলাদেশ সেনাবাহিনীর ল্যান্স কর্পোরাল পদ হতে গত ২১/৬/২০১৪ইং সালে ৩০ বীর আলীকদম সেনানিবাস বান্দরবান থেকে অবসর গ্রহন করে মর্মে প্রাথমিকভাবে জানা গেছে এবং ইতোপূর্বে তার বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা রয়েছে।

গ্রেফতারকৃত আসামী মোঃ বকুল হোসেন সাবু কি উদ্দেশ্যে ৭১ টি ব্লাংক কার্তুজ নিজ হেফাজতে রেখেছে তা তদন্ত করে দেখা হচ্ছে এবং এ বিষয়ে জয়পুরহাট সদর থানায় অস্ত্র এবং মাদকদ্রব্য আইনে পৃথকভাবে দুটি মামলা রুজু করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright © 2020 DainikBangladesh71Sangbad
Theme Designed BY Kh Raad ( Frilix Group )