1. clients@www.dainikbangladesh71sangbad.com : DainikBangladesh71Sangbad :
  2. frilixgroup@gmail.com : Frilix Group : Frilix Group
  3. kaziaslam1990@gmail.com : Kazi Aslam : Kazi Aslam
রবিবার, ১৯ মে ২০২৪, ১০:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
জরুরী নিয়োগ চলছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক বাংলাদেশ ৭১ সংবাদ দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে। সাংবাদিকতা সবার স্বপ্ন, আর সেই স্বপ্ন পূরণ করতে আপনাদেরকে সুযোগ করে দিচ্ছে দৈনিক বাংলাদেশ ৭১ সংবাদ দেখিয়ে দিন সাহসীকতার পরিচয়, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সাংবাদিকতার বিকল্প নেই। আপনার আশপাশের ঘটনা তুলে দরুন সবার সামনে।হয়ে উঠুন আপনিও সৎ, সাহসী সাংবাদিক। দৈনিক বাংলাদেশ ৭১ সংবাদ পোর্টাল নিয়োগ এর নিদের্শনাবলী: ১/জীবন বৃত্তান্ত ( cv) ২/জাতীয় পরিচয় পত্রের ফটোকপি। ৩/সদ্যতোলা পাসপোর্ট সাইজের ছবি ১কপি। ৪/সর্বনিম্ন এইচএসসি পাস/সমমান পাস হতে হবে। ৫/বিভিন্ন নেশা মুক্ত হতে হবে। ৬/নতুনদের অগ্রাধিকার দেওয়া হবে। ৭/স্মার্টফোন ও ইন্টারনেট সংযোগ থাকতে হবে। ৮/স্মার্টফোন ব্যবহারে পারদর্শী হতে হবে। ৯/দ্রুত মোবাইলে টাইপ করার দক্ষতা থাকতে হবে। ১০/বিভিন্ন স্থানে ভ্রমন এর মানসিকতা থাকতে হবে। ১১/সৎ ও পরিশ্রমী হতে হবে। ১২/অভিজ্ঞতার প্রয়োজন নেই। ১৩/নারী-পুরুষ আবেদন করতে পারবেন। ১৪/রক্তের গ্রুপ যুক্ত করবেন। ১৫/স্থানীয় দের সাথে পরিচয় লাভ করতে হবে। ১৬/উপস্থিত বুদ্ধি, সঠিক বাংলা বানান, ও শুদ্ধ বাংলায় পারদর্শী হতে হবে। ১৭/ পরিশ্রমী হতে হবে যোগাযোগের জন্য ইনবক্সে মেসেজ করুন cv abuyousufm52@gmail.com দৈনিক বাংলাদেশ ৭১সংবাদ মোবাইল নং(01715038718)

ঢাকা-১৪ আসনে নৌকার প্রার্থী হতে চান মোঃ আকরাম হোসেন বাদল ।

Reporter Name
  • প্রকাশিত: সোমবার, ৩ মে, ২০২১
  • ৫৪৭ বার পড়া হয়েছে

পিআইডি রির্পোটার শেখ তিতুমীর :-রাজধানীর শাহ আলী ও দারুসসালাম থানা, মিরপুরের অর্ধেক, রূপনগরের আংশিক, সাভারের কাউন্দিয়া ইউনিয়ন নিয়ে গঠিত ঢাকা–১৪ আসন। ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৭, ৮, ৯, ১০, ১১ ও ১২ নম্বর ওয়ার্ড এই আসনের আওতাধীন। গত ৪ এপ্রিল মারা যান এই আসনের সংসদ সদস্য আসলামুল হক। আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে। তবে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়নি।

নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, করোনাভাইরাস পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর এ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। লকডাউনের কারণে স্বাভাবিক কার্যক্রম চালাতে না পারলেও সম্ভাব্য প্রার্থীরা বসে নেই।

ঢাকা–১৪ আসনের নৌকার প্রার্থী হাতে চান আকরাম হোসেন বাদল। তিনি সাবেক বাংলাদেশ ছাত্রলীগ নেতা ও সাবেক ধর্ম বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটি বাংলাদেশ আওয়ামীলীগ এবং জয়বাংলা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি তিনি কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার কঁরগাও ইউনিয়নের ভুনা গ্রামের মরহুম তোতা মিয়ার পুত্র। বর্তমানে ঢাকায় বসবাস করেন।

ঢাকা–১৪ আসনের প্রয়াত সাংসদ আসলামুল হকের আত্মার মাগফিরাত কামনা করে মোঃ আকরাম হোসেন বাদল বলেন, আসলাম ভাই নেই। বাস্তবিক কারণেই এখানে উপনির্বাচন হবে। আমি দীর্ঘদিন দলের সঙ্গে আছি। নেতাকর্মীদের সুখ–দুঃখে পাশে দাঁড়াই। দল ও নেত্রী (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) তরুণদের মূল্যায়ন করেন| এজন্য অন্যদের মতো আমিও দলীয় মনোনয়নপ্রত্যাশী।

গণমাধ্যমকে জানানো হয়, মোঃ আকরাম হোসেন বাদল ১৯৯১ সালে কামরাঙ্গীরচর থানা ছাত্রলীগের বিভিন্ন কর্মসূচীতে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে ৩নং ওয়ার্ড ২নং ইউনিটে সভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৯৩–৯৪ সালে ৩নং ওয়ার্ডে এবং ১৯৯৪–৯৭ সালে কামরাঙ্গীরচর থানা ছাত্রলীগের সহ সভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৯৮–৯৯ সাল পর্যন্ত ঢাকা মহানগর প্রস্তাবিত কমিটির সাংগঠনিক সম্পাদক।

মোঃআকরাম হোসেন বাদল ২০০১–০৫ সাল পর্যন্ত রাজনৈতিক মামলায় কারাবন্দী ছিলেন। ২০০৫ সালে কারামুক্তির পর আওয়ামী তরুণ লীগ নামে সংগঠন প্রতিষ্ঠা করে কেন্দ্রীয় সাংগঠনিকের দায়িত্ব পালন করেন। ২০১০ সালে আওয়ামী ওলামা লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়। ওই বছরই হামলার শিকার হন আকরাম হোসেন বাদল। মাথার খুলি ফেটে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছেন। এঘটনায় বিএনপি–জামায়াত কর্মীদের বিরুদ্ধে রূপনগর থানায় মামলা করেন।

২০১৭ইং সালে সাবেক সদস্য কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটি বাংলাদেশ আওয়ামীলীগমনোনীত হন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, মহাসচি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরী ও বিএপির উপদেষ্টা মিজানুর রহমান মিনুগণের বিরুদ্ধে রাষ্ট্রদোহসহ ৩টি মামলার বাদি তিনি তৃন্যমূল থেকে উঠে আসার প্রাণ মোঃ আকরাম হোসেন বাদল।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন,হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা মানীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, আমাকে যদি ঢাকা ১৪ আসনের দায়ীত দেন, আমি বর্তমান উন্নয়নের সরকারের সকল উন্নয়নের ধারা কে বজায়ের রাখতে, সন্ত্রাস মাদক ও জঙ্গীবাদের বিরুদ্ধে কাজ করে ঢাকা ১৪ আসনের জনগণ কে একটি আধুনিক নগর হিসেবে উপহার দিতে চাই।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright © 2020 DainikBangladesh71Sangbad
Theme Designed BY Kh Raad ( Frilix Group )