1. clients@www.dainikbangladesh71sangbad.com : DainikBangladesh71Sangbad :
  2. frilixgroup@gmail.com : Frilix Group : Frilix Group
  3. kaziaslam1990@gmail.com : Kazi Aslam : Kazi Aslam
মঙ্গলবার, ২১ মে ২০২৪, ১০:২৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
জরুরী নিয়োগ চলছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক বাংলাদেশ ৭১ সংবাদ দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে। সাংবাদিকতা সবার স্বপ্ন, আর সেই স্বপ্ন পূরণ করতে আপনাদেরকে সুযোগ করে দিচ্ছে দৈনিক বাংলাদেশ ৭১ সংবাদ দেখিয়ে দিন সাহসীকতার পরিচয়, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সাংবাদিকতার বিকল্প নেই। আপনার আশপাশের ঘটনা তুলে দরুন সবার সামনে।হয়ে উঠুন আপনিও সৎ, সাহসী সাংবাদিক। দৈনিক বাংলাদেশ ৭১ সংবাদ পোর্টাল নিয়োগ এর নিদের্শনাবলী: ১/জীবন বৃত্তান্ত ( cv) ২/জাতীয় পরিচয় পত্রের ফটোকপি। ৩/সদ্যতোলা পাসপোর্ট সাইজের ছবি ১কপি। ৪/সর্বনিম্ন এইচএসসি পাস/সমমান পাস হতে হবে। ৫/বিভিন্ন নেশা মুক্ত হতে হবে। ৬/নতুনদের অগ্রাধিকার দেওয়া হবে। ৭/স্মার্টফোন ও ইন্টারনেট সংযোগ থাকতে হবে। ৮/স্মার্টফোন ব্যবহারে পারদর্শী হতে হবে। ৯/দ্রুত মোবাইলে টাইপ করার দক্ষতা থাকতে হবে। ১০/বিভিন্ন স্থানে ভ্রমন এর মানসিকতা থাকতে হবে। ১১/সৎ ও পরিশ্রমী হতে হবে। ১২/অভিজ্ঞতার প্রয়োজন নেই। ১৩/নারী-পুরুষ আবেদন করতে পারবেন। ১৪/রক্তের গ্রুপ যুক্ত করবেন। ১৫/স্থানীয় দের সাথে পরিচয় লাভ করতে হবে। ১৬/উপস্থিত বুদ্ধি, সঠিক বাংলা বানান, ও শুদ্ধ বাংলায় পারদর্শী হতে হবে। ১৭/ পরিশ্রমী হতে হবে যোগাযোগের জন্য ইনবক্সে মেসেজ করুন cv abuyousufm52@gmail.com দৈনিক বাংলাদেশ ৭১সংবাদ মোবাইল নং(01715038718)

সোমবার থেকে সারা বাংলাদেশে এক সাপ্তাহের লকডাউন।

Reporter Name
  • প্রকাশিত: শনিবার, ৩ এপ্রিল, ২০২১
  • ২৯৩ বার পড়া হয়েছে

আবু ইউসুফ নিজস্ব প্রতিবেদকঃ
সোমবার থেকে সারা বাংলাদেশে এক সাপ্তাহের লকডাউন দেশে ব্যাপক হারে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় আগামী সোমবার থেকে এক সপ্তাহের জন্য সারাদেশে লকডাউন ঘোষণা করেছে সরকার শনিবার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তার বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তবে এ বিষয়ে জন প্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন দ্রুত বেড়ে যাওয়া করোনা সংক্রমণ রোধ করতে সরকার(২)দিনের মধ্যে এক সপ্তাহের জন্য লকডাউনের চিন্তা করছে।

এর আগে মহামারি করোনা ভাইরাসে দেশে গত(২৪) ঘণ্টায় মারা গেছেন আরও (৫০)জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল(৯) হাজার (১৫৫) জনে। এছাড়া দেশের ইতিহাসে গত (২৪) ঘণ্টায় সর্বোচ্চ (৬) হাজার (৮৩০) জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে (৬) লাখ (২৪) হাজার (৫৯৪) জনের করোনা ভাইরাস নিয়ে গত শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয় এদিন সুস্থ হয়েছেন আরও (২) হাজার (৪৭৩) জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন (৫) লাখ (৪৭) হাজার (৪১১) জন এর আগে গত বৃহস্পতিবার দেশে আরও (৬) হাজার (৪৬৯) জনের দেহে করোনা শনাক্ত হয়।

এছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান আরও (৫৯) জনের এদিকে করোনা ভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী গতকাল শুক্রবার সকাল পর্যন্ত বিশ্বে করোনা আক্রান্ত হয়েছেন (১৩) কোটি এক লাখ (৫৭) হাজার (১৯১) জন এবং মৃত্যু হয়েছে {২৮) লাখ (৩৯) হাজার (৯৮৭) জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন (১০) কোটি (৪৮) লাখ (৮৩) হাজার (১৫১) জনের করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন (৩) কোটি (১২) লাখ (৪৪) হাজার (৬৩৯) জন। মৃত্যু হয়েছে (৫) লাখ (৬৬) হাজার (৬১১) জনের আক্রান্তে ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন এক কোটি(২৮) লাখ (৪২)হাজার (৭১৭) জনের এবং মারা গেছেন (৩) লাখ (২৫) হাজার (৫৫৯) জন আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে চতুর্থ অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় এক কোটি (২৩) লাখ (২)হাজার (১১০) জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে এক লাখ (৬৩) হাজার (৪২৮)জনের।

আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে ফ্রান্স রয়েছে দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন (৪৬) লাখ (৯৫) হাজার (৮২) জনের ভাইরাসটিতে মারা গেছেন (৯৫) হাজার (৯৭৬)জন আক্রান্তের দিক থেকে রাশিয়া রয়েছে পঞ্চম স্থানে দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন (৪৫)লাখ(৫৪) হাজার (২৬৪) জন। এর মধ্যে মারা গেছেন (৯৯) হাজার (২৩৩) জন এদিকে আক্রান্তের তালিকায় যুক্তরাজ্য ষষ্ঠ ইতালি সপ্তম তুরস্ক অষ্টম স্পেন নবম এবং জার্মানি দশম স্থানে আছে।

এ ছাড়া বাংলাদেশের অবস্থান(৩৩)তম(২০১৯) সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনা ভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশ সহ বিশ্বের(২১৮)টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী কোভিড(১৯) করোনা ভাইরাস তাই সবাই করোনা সংক্রামণ রোধ মেনে চলুন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright © 2020 DainikBangladesh71Sangbad
Theme Designed BY Kh Raad ( Frilix Group )