1. clients@www.dainikbangladesh71sangbad.com : DainikBangladesh71Sangbad :
  2. frilixgroup@gmail.com : Frilix Group : Frilix Group
  3. kaziaslam1990@gmail.com : Kazi Aslam : Kazi Aslam
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১২:৫২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
জরুরী নিয়োগ চলছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক বাংলাদেশ ৭১ সংবাদ দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে। সাংবাদিকতা সবার স্বপ্ন, আর সেই স্বপ্ন পূরণ করতে আপনাদেরকে সুযোগ করে দিচ্ছে দৈনিক বাংলাদেশ ৭১ সংবাদ দেখিয়ে দিন সাহসীকতার পরিচয়, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সাংবাদিকতার বিকল্প নেই। আপনার আশপাশের ঘটনা তুলে দরুন সবার সামনে।হয়ে উঠুন আপনিও সৎ, সাহসী সাংবাদিক। দৈনিক বাংলাদেশ ৭১ সংবাদ পোর্টাল নিয়োগ এর নিদের্শনাবলী: ১/জীবন বৃত্তান্ত ( cv) ২/জাতীয় পরিচয় পত্রের ফটোকপি। ৩/সদ্যতোলা পাসপোর্ট সাইজের ছবি ১কপি। ৪/সর্বনিম্ন এইচএসসি পাস/সমমান পাস হতে হবে। ৫/বিভিন্ন নেশা মুক্ত হতে হবে। ৬/নতুনদের অগ্রাধিকার দেওয়া হবে। ৭/স্মার্টফোন ও ইন্টারনেট সংযোগ থাকতে হবে। ৮/স্মার্টফোন ব্যবহারে পারদর্শী হতে হবে। ৯/দ্রুত মোবাইলে টাইপ করার দক্ষতা থাকতে হবে। ১০/বিভিন্ন স্থানে ভ্রমন এর মানসিকতা থাকতে হবে। ১১/সৎ ও পরিশ্রমী হতে হবে। ১২/অভিজ্ঞতার প্রয়োজন নেই। ১৩/নারী-পুরুষ আবেদন করতে পারবেন। ১৪/রক্তের গ্রুপ যুক্ত করবেন। ১৫/স্থানীয় দের সাথে পরিচয় লাভ করতে হবে। ১৬/উপস্থিত বুদ্ধি, সঠিক বাংলা বানান, ও শুদ্ধ বাংলায় পারদর্শী হতে হবে। ১৭/ পরিশ্রমী হতে হবে যোগাযোগের জন্য ইনবক্সে মেসেজ করুন cv abuyousufm52@gmail.com দৈনিক বাংলাদেশ ৭১সংবাদ মোবাইল নং(01715038718)

নতুন মন্ত্রিসভায় ভূমীমন্ত্রীর দায়ীত্ব পেলেন নারায়ন চন্দ্র এমপি।

Reporter Name
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪
  • ৮২ বার পড়া হয়েছে

আওরঙ্গজেব কামাল : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৫ (ডুমুরিয়া ও ফুলতলা) আসনে নির্বাচিত সংসদ সদস্য সাবেক দুবারের সফল মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি কে ভূমী মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় শপথ গ্রহণের পর মন্ত্রণালয় বন্টন করা হয়। খোঁজ নিয়ে জানাযায়,টানা ৩৮ বছরের বৈচিত্র্যময় শিক্ষকতা জীবনের সঙ্গে যোগ হয়েছে সুদীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা। সেখানেও সাফল্যের বিজয়গাথা। প্রধান শিক্ষক থেকে ইউপি চেয়রম্যান, এর পর সংসদ সদস্য থেকে প্রতিমন্ত্রী, তার পর পূর্ণমন্ত্রী। এ যেন শিক্ষার আলোয় ঋদ্ধ রাজনীতি। তিনি হচ্ছেন নারায়ণ চন্দ্র চন্দ। তিনি খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসন থেকে ৬ষ্ঠ বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। আবারো সরকারের মন্ত্রিসভায় তাকে ভূমী মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। ইতোমধ্যেই শপথ গ্রহণ করেছেন।নারায়ণ চন্দ্র চন্দের জন্ম ১৯৪৫ সালের ১২ মার্চ। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স ও এম এ পাস করেন। ১৯৭৩ সালে ডুমুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে শিক্ষকতা জীবন শুরু করেন তিনি। ১৯৭৩ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত টানা ছয়বার ইউপি চেয়রম্যান ছিলেন। ১৯৯৬ সালের শুরুতে আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী মো. সালাহউদ্দিন ইউসুফের মৃত্যুর পর উপ-নির্বাচনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে চার দলীয় প্রার্থীর কাছে অল্প ভোটের ব্যবধানে পরাজিত হন। এরপর ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন নারায়ণ চন্দ্র চন্দ। ২০১৪ সালের ১২ জানুয়ারি তিনি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন। কিছু দিন পর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ছায়েদুল হকের মৃত্যু হলে তিনি এই মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পান। ডুমুরিয়া-ফুলতলার উন্নয়নের নারায়ণ চন্দ্র চন্দ ব্যাপক অবদান রেখেছেন। তিনি ডুমুরিয়ায় সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ নির্মাণ করেছেন, ডুমুরিয়ার শাহপুরে প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আইএলএসটি ভবণ নির্মাণ করেছেন, ঘুটুদিয়ায় দেশের দ্বিতীয় বৃহত্তম ষাঁড় প্রজনন কেন্দ্র বুল স্টেশন নির্মাণ করেছেন। এছাড়া, মধুগ্রাম সরকারি কলেজ, ফুলতলা মহিলা সরকারি কলেজ, মাগুরখালি ও সাহস ইউনিয়নের সংযোগস্থল চটচঠিয়া ব্রিজ নির্মাণ করেছেন, কদমতলা ব্রিজ, ভদ্রা নদীর ওপর ব্রিজ নির্মাণ করেছেন, ফুলতলা বাজার, ডুমুরিয়া বাজারের অবকাঠমো উন্নয়ন করেছেন। ডুমুরিয়ার পাইকারি কাঁচা মালের বাজার নির্মাণ, খুলনা মহানগরের জিরো পয়েন্ট থেকে ডুমুরিয়াগামী রাস্তার উন্নয়ন পরিকল্পনায় বিশেষ ভূমিকা রেখেছেন। এছাড়া, গত ১৫ বছরে তিনি অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদরাসা, মন্দির, মসজিদ, সড়ক, ব্রিজ ও কালভার্টসহ ডুমুরিয়া-ফুলতলার বিভিন্ন অবকাঠামো উন্নয়নের বিশেষ ভূমিকা রেখেছেন নারায়ণ চন্দ্র চন্দ। প্রসঙ্গত, এর আগে গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৫ আসনে আওয়ামী লীগের প্রার্থী সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ ১ লাখ ১০ হাজার ২১৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম ‌‌‌‌ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শেখ আকরাম হোসেন পেয়েছেন ৯৩ হাজার ৭৭ ভোট।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright © 2020 DainikBangladesh71Sangbad
Theme Designed BY Kh Raad ( Frilix Group )