1. clients@www.dainikbangladesh71sangbad.com : DainikBangladesh71Sangbad :
  2. frilixgroup@gmail.com : Frilix Group : Frilix Group
  3. kaziaslam1990@gmail.com : Kazi Aslam : Kazi Aslam
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১১:৩৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
জরুরী নিয়োগ চলছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক বাংলাদেশ ৭১ সংবাদ দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে। সাংবাদিকতা সবার স্বপ্ন, আর সেই স্বপ্ন পূরণ করতে আপনাদেরকে সুযোগ করে দিচ্ছে দৈনিক বাংলাদেশ ৭১ সংবাদ দেখিয়ে দিন সাহসীকতার পরিচয়, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সাংবাদিকতার বিকল্প নেই। আপনার আশপাশের ঘটনা তুলে দরুন সবার সামনে।হয়ে উঠুন আপনিও সৎ, সাহসী সাংবাদিক। দৈনিক বাংলাদেশ ৭১ সংবাদ পোর্টাল নিয়োগ এর নিদের্শনাবলী: ১/জীবন বৃত্তান্ত ( cv) ২/জাতীয় পরিচয় পত্রের ফটোকপি। ৩/সদ্যতোলা পাসপোর্ট সাইজের ছবি ১কপি। ৪/সর্বনিম্ন এইচএসসি পাস/সমমান পাস হতে হবে। ৫/বিভিন্ন নেশা মুক্ত হতে হবে। ৬/নতুনদের অগ্রাধিকার দেওয়া হবে। ৭/স্মার্টফোন ও ইন্টারনেট সংযোগ থাকতে হবে। ৮/স্মার্টফোন ব্যবহারে পারদর্শী হতে হবে। ৯/দ্রুত মোবাইলে টাইপ করার দক্ষতা থাকতে হবে। ১০/বিভিন্ন স্থানে ভ্রমন এর মানসিকতা থাকতে হবে। ১১/সৎ ও পরিশ্রমী হতে হবে। ১২/অভিজ্ঞতার প্রয়োজন নেই। ১৩/নারী-পুরুষ আবেদন করতে পারবেন। ১৪/রক্তের গ্রুপ যুক্ত করবেন। ১৫/স্থানীয় দের সাথে পরিচয় লাভ করতে হবে। ১৬/উপস্থিত বুদ্ধি, সঠিক বাংলা বানান, ও শুদ্ধ বাংলায় পারদর্শী হতে হবে। ১৭/ পরিশ্রমী হতে হবে যোগাযোগের জন্য ইনবক্সে মেসেজ করুন cv abuyousufm52@gmail.com দৈনিক বাংলাদেশ ৭১সংবাদ মোবাইল নং(01715038718)

ভিলেজ পলিটিক্স থেকে তৃণমূলের রাজনীতি মোঃ ওবায়দুর রহমান বেলাল

Reporter Name
  • প্রকাশিত: রবিবার, ১৪ মার্চ, ২০২১
  • ৫৫২ বার পড়া হয়েছে

মোঃ সোহাগ হোসেন স্টাফ রিপোর্টার
জামালপুর জেলাঃ

মানুষ সৃষ্টি জগতের শ্রেষ্ঠতম প্রাণী । মানুষের হাতেই গড়ে উঠেছে সভ্যতা । বিশ্বাস অবিশ্বাসের বিষয় নয় । বিশ্বযুড়ে সভ্যতাকে নিয়ন্ত্রণ করছে রাজনীতি । রাজনীতি ছাড়া ব্যক্তি সমাজ কিংবা ‘রাষ্ট্রের কোথাও কোন কাজ করা সম্ভব নয়’ এই বাক্যটি এখন স্বতঃসিদ্ধ হয়ে গেছে । যিনি মজ্জাগত ভাবে রাজনীতিকে অপছন্দ করেন, সারাক্ষণ রাজনীতির ভুলত্রুটি নিয়ে সমালোচনা করেন, রাজনীতির চৌদ্দগোষ্ঠী তুলে গালিগালাজ করেন – তিনিও সুযোগ খোঁজেন রাজনৈতিক একটি পরিচিতি পাওয়ার জন্য ।

খুব নিকট অতীতেও গ্রামের রাজনীতি পরিচালিত হ’তো গোষ্ঠী-গোত্র ভিত্তিক । অশিক্ষা ও দারিদ্র‍্যের সুযোগ নিয়ে কিছু অর্ধশিক্ষিত চালাক চতুর মানুষ বংশের প্রভাব খাটিয়ে ছোট ছোট গোত্র ও দরিদ্র মানুষগুলোকে নিয়ন্ত্রণ করতো । লাঠির জোরে নিয়ন্ত্রণ হ’তো গ্রামের রাজনীতি ‘ভিলেজ পলিটিক্স’ । উপরের মহল বলে পরিচিত সরকার দলীয় জনপ্রতিনিধি কিংবা প্রশাসনিক কর্মকর্তাদের সাথে দেন-দরবার এই পলিটিক্স’কে সমৃদ্ধ করেছে যুগে যুগে । নেতৃত্ব অক্ষুণ্ণ রাখতে বহুবিবাহ এবং অধিক সংখ্যক পুত্রসন্তান জন্ম দেয়ার প্রবণতাও ছিল এদের মধ্যে । আস্তে আস্তে সেই প্রবণতা এখন বিলুপ্ত প্রায় । জাতীয় রাজনীতির সাথে সংযুক্ত হয়ে বহুল পরিচিত ভিলেজ পলিটিক্স এখন অচল হয়ে গেছে । ভিলেজ পলিটিক্সের পলিটিশিয়ান’রা কিছুদিন তৃণমূলের নেতা-কর্মীদের গোষ্ঠী তুলে গালি-গালাজ ধমকা-ধমকি করে কোন সুফল না পেয়ে নিজেই এসে দাঁড়িয়েছেন রাজনীতির লাইনে । একটি পদ তার না হ’লে আর চলে না । অনেকেই পেয়েও গেছেন । এবং সমস্যাটা হয়েছে এখানেই । তাঁদের কাছে রাজনীতির নীতি আদর্শ একেবারেই গৌণ, ক্ষমতা-ই মূখ্য । ক্ষমতার ধারাবাহিকতায় রাজনীতির সুফল ভোগ করতে ‘যখন যেখানে যেমন, তখন সেখানে তেমন’ নীতিতে নিপুণভাবে কাজ করতে সিদ্ধহস্ত । প্রতিযোগিতায় টিকতে না পেরে দু:সময়ে নির্যাতিত নিবেদিতপ্রাণ পোঁড়-খাওয়া ত্যাগী কর্মীরা ভিতরে ভিতরে হতাশা ও অভিমানে ঝিনুকের মত নিজেকে গুটিয়ে নেন । ক্ষতিগ্রস্ত হয় রাজনীতি ।

রাজনীতিতে যোগ-বিয়োগের খেলা নতুন কিছু নয় । এ’ক্ষেত্রেও পোঁড় খাওয়া পুরাতন কর্মীদের দায়িত্ব ও সচেতনতা অনেক বেশি প্রয়োজন । ফাঁকফোকর দিয়ে কিছু সুবিধাবাদী লোক সংগঠনে প্রবেশ করলেও বেশিরভাগ লোক দলে ভিড়েছে আলোচনা কিংবা আনুষ্ঠানিকতার মধ্য দিয়েই । তবে দলের ভিতরে দল গড়ে তুলে নিজের অবস্থান পাঁকাপোক্ত করতে তথাকথিত কিছু কিছু নেতা সুবিধাবাদীদের দলে ঠাঁই করে দেন – যা একসময় বুমেরাং হয়ে দাঁড়ায় ।

জোরকরে কেউ সংগঠনে প্রবেশ করে থাকলে তা খুবই অন্যায় বটে । তবে আমি আমার এলাকায় যতটুকু দেখেছি বিনা আমন্ত্রণে কেউ আসেনি । সংগঠন করার অধিকার সবার আছে । সংগঠনের ভিতরে থেকে শৃঙ্খলা রক্ষা করে চলতে হয় । গঠনতন্ত্র সেই নির্দেশণা দিয়েছে । এর ব্যত্যয় ঘটলে নতুন পুরাতন বলে কিছু নেই ।

জাতীয় রাজনীতি নিয়ে মন্তব্য করার ধৃষ্টতা দেখাব না । বিগত এক মেয়াদ থেকে স্থানীয় সরকার প্রতিনিধি (ইউনিয়ন, উপজেলা, পৌরসভা, জেলা পরিষদ, সিটিকর্পোরেশন) নির্বাচন দলীয় মনোনয়নে অনুষ্ঠিত হচ্ছে । আওয়ামীলীগের মনোনয়ন পদ্ধতিতে স্বচ্ছতা নিশ্চিত করতে গোয়েন্দা রিপোর্ট, তৃণমূলের প্রস্তাবণা ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের বিবেচনার মধ্যদিয়ে চুড়ান্ত করা হচ্ছে । তৃণমূলে জাতীয় প্রতীক বরাদ্দ নিয়ে নানামুখী আলোচনা থাকলেও রাজনীতি বিকেন্দ্রীকরণে এ’টা একটা নি:সন্দেহে দূরদর্শী সিদ্ধান্ত । চলমান সময়ে যাঁরা সংগঠন কর্তৃক মনোনীত হয়ে নির্বাচিত জনপ্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করছেন তাঁদের কার্যক্রম বেশিরভাগ ক্ষেত্রে ইতোপূর্বে স্বতন্ত্রভাবে নির্বাচিতদের মতই অপরিবর্তিত । সংগঠনের পরিচর্যায় ইতিবাচক কোন পরিবর্তণ কোথাও দৃশ্যমান নয় । বরং দলীয় ভাবমুর্তি উজ্জল করতে নেতা-কর্মীদের প্রতি দায়িত্ববোধের যায়গাটি অনেকাংশেই পক্ষপাতদুষ্ট । যা’ মোটেই প্রত্যাশিত নয় । আমাদের প্রত্যাশা – গণতান্ত্রিক চর্চ্চায় ইতিবাচক পরিবর্তণের মধ্যদিয়ে তৃণমূলে সংগঠন’কে শক্তিশালী করতে স্থানীয় সরকার জনপ্রতিনিধিরা নিজ সংগঠনের পরিচর্যা, দলীয় নেতা-কর্মীদের সাথে সম্পর্কের উন্নয়ন এবং জনগনের আস্থা অর্জণে আরও বেশি যত্নবান হবেন ।

চেয়ারম্যান,
উপজেলা পরিষদ, মাদারগঞ্জ, জামালপুর[]

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright © 2020 DainikBangladesh71Sangbad
Theme Designed BY Kh Raad ( Frilix Group )